Tuesday, August 19, 2008

উত্তর আমেরিকায় "রিযিউমি" র নমুনা

আমাদের বাংলাদেশে যেমনি আমরা জীবন বৃত্তান্ত পরিবেশনের মাধ্যমে চাকুরীর জন্য সাধারনতঃ দরখাস্ত করে থাকি,উত্তর আমরিকায় সাধারনতঃ এটা করা হয় না। অধিকাংশ জীবন বৃত্তান্ত সাধারনতঃ দুই পাতার হয়ে থাকে। এটাকে উত্তর আমেরিকায় Resume বলা হয়ে থাকে।
এই রিযিউমি র নমুনা নিচের ওয়েব সাইট থেকে পাওয়া যাবে
http://www.jobbankusa.com/resumewrite/ResumeTemplates/

এই সাইটে অনেক বিজ্ঞাপন পাবেন, তবে এর মাঝেই আপনাকে তথ্য খুঁজে নিতে হবে।
এখান পেশার সাথে সামঞ্জস্য পেশারই কাজ এই উত্তর আমপরিকায় পাওয়া যায়, ঐ গুলি সাধারনতঃ টেকনিকালই হয়ে থাকে।
তবে এখানকার ডিগ্রি ধারীদের সবসময়ই অগ্রাধিকার দেয়া হয়ে থাকে।

ভারতীয়রা কেমনি সহজে এখানে চাকুরী পায়, তা পরবর্তীতে উপস্থাপনের ইচ্ছা রইল।